✅ গোড়া পঁচা রোগের লক্ষণ:
♦️ প্রাথমিকভাবে ছত্রাক গাছের কাণ্ডে সংক্রমণ
ঘটায়, যদিও উপযুক্ত পরিস্থিতি পেলে
চারাগাছের অন্যান্য অঙ্গে সংক্রমণ করে।
♦️ গাছের কাণ্ডে আক্রমণ করলে প্রথমে বাদামী
এবং নরম হয়ে পরবর্তীতে কালো হয়ে যায়।
♦️ গোড়ায় আক্রমণ করলে চারাগাছ মাটিতে
পড়ে যায় বা মারা যায় বয়স্ক গাছের গোড়ায়
আক্রমন করলে গোড়া গাঢ় বাদামী বর্ণের হয়ে
ফেটে যায় এবং সম্পূর্ণ গাছ নেতিয়ে পরে।
✅ গোড়া পঁচা রোগের কারণ:
♦️ স্কেলেরোশিয়াম রলফসি (Sclerotium rolfsii)
নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে এই রোগ
হয়ে থাকে।
✅ মরিচের গোড়া রোগ কেন হয়:
♦️ জমিতে কাঁচা গোবর অথবা অর্ধ পঁচা জৈব সার
সার ব্যবহার করলে এই রোগের তীব্রতা বৃদ্ধি পায়।
♦️ রাসায়নিক সার বিশেষ করে ডিএপি এবং
টিএসপি সার গাছের গোড়ায় অথবা পাতায়
লেগে থাকলে এই রোগের আক্রমণ তীব্রতর
হতে পারে।
♦️ জমিতে পানি নিষ্কাশনের সু ব্যবস্থা না থাকলে
অথবা অতিরিক্ত সেচ প্রদান করলে
♦️ বীজ শোধন না করলে এবং একই জমিতে
বারবার মরিচ চাষ করলে।
✅ এই রোগ দেখা দেওয়ার সাথে সাথে নিচের যে কোন একটি ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করুন:
✒️কার্বেনডাজিম+ম্যানকোজেব গ্রুপের
সুইট এগ্রোভেট লিমিটেড কম্পানির ছত্রাকনাশক
টাইজেব গোল্ড
প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম
✒️ কার্বেনডাজিম গ্রুপের
সুইট এগ্রোভেট লিমিটেড কম্পানির ছত্রাকনাশক
লাজিম
প্রতি১০ লিটার পানিতে ২০ মিলি
বিঃদ্রঃ একই ছত্রাকনাশক বাবরের ব্যবহার না করে
ভিন্ন ভিন্ন ছত্রাকনাশক স্প্রে করলে ছত্রাকনাশক
এর কার্যকারিতা বৃদ্ধি পায়।
⚠️ সতর্কতা:
এছাড়াও গোড়া পচা রোগ কার্যকরভাবে
নিয়ন্ত্রন করতে গোড়া ও সম্পূর্ণ গাছ ভিজিয়ে
স্প্রে করতে হবে।
বিকাশ বিশ্বাস
মার্কেট প্রোডাক্ট প্রমোশন অফিসার,সুইট এগ্রোভেট লিমিটেড
কৃষি বিষয়ক সময়োচিত পরামর্শমূলক তথ্য পেতে Krishi With Bikash আইডি অনুসরণ করুন।
#মরিচ #চাষ #পদ্ধতি #biopesticides #AgricultureTips

0 মন্তব্যসমূহ