মরিচের কাণ্ড ও গোড়া পঁচা রোগ হলে করণীয় A to Z

 



গোড়া পঁচা রোগের লক্ষণ

♦️ প্রাথমিকভাবে ছত্রাক গাছের কাণ্ডে সংক্রমণ 

      ঘটায়, যদিও উপযুক্ত পরিস্থিতি পেলে 

      চারাগাছের অন্যান্য অঙ্গে সংক্রমণ করে। 

♦️ গাছের কাণ্ডে আক্রমণ করলে প্রথমে বাদামী 

       এবং নরম হয়ে পরবর্তীতে কালো হয়ে যায়।

♦️ গোড়ায় আক্রমণ করলে চারাগাছ মাটিতে 

      পড়ে যায় বা মারা যায় বয়স্ক গাছের গোড়ায় 

      আক্রমন করলে গোড়া গাঢ় বাদামী বর্ণের হয়ে 

      ফেটে যায় এবং সম্পূর্ণ গাছ নেতিয়ে পরে।


গোড়া পঁচা রোগের কারণ

  ♦️ স্কেলেরোশিয়াম রলফসি (Sclerotium rolfsii)

        নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে এই রোগ

        হয়ে থাকে।


মরিচের গোড়া রোগ কেন হয়:

   ♦️ জমিতে কাঁচা গোবর অথবা অর্ধ পঁচা জৈব সার 

         সার ব্যবহার করলে এই রোগের তীব্রতা বৃদ্ধি পায়।

   ♦️ রাসায়নিক সার বিশেষ করে ডিএপি এবং 

         টিএসপি সার গাছের গোড়ায় অথবা পাতায় 

         লেগে থাকলে এই রোগের আক্রমণ তীব্রতর 

         হতে পারে।

   ♦️ জমিতে পানি নিষ্কাশনের সু ব্যবস্থা না থাকলে 

         অথবা অতিরিক্ত সেচ প্রদান করলে

   ♦️ বীজ শোধন না করলে এবং এক‌ই জমিতে 

        বারবার মরিচ চাষ করলে।


এই রোগ দেখা দেওয়ার সাথে সাথে নিচের যে কোন একটি ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করুন:

 

✒️কার্বেনডাজিম+ম্যানকোজেব গ্রুপের 

           সুইট এগ্রোভেট লিমিটেড   কম্পানির ছত্রাকনাশক 

                  টাইজেব গোল্ড  

                        প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম

   

    ✒️ কার্বেনডাজিম গ্রুপের

             সুইট এগ্রোভেট লিমিটেড কম্পানির ছত্রাকনাশক

                   লাজিম

                        প্রতি১০ লিটার পানিতে ২০ মিলি


বিঃদ্রঃ এক‌ই ছত্রাকনাশক বাবরের ব্যবহার না করে

       ভিন্ন ভিন্ন ছত্রাকনাশক স্প্রে করলে ছত্রাকনাশক 

        এর কার্যকারিতা বৃদ্ধি পায়। 

⚠️ সতর্কতা: 

        এছাড়াও গোড়া পচা রোগ কার্যকরভাবে

        নিয়ন্ত্রন করতে গোড়া ও সম্পূর্ণ গাছ ভিজিয়ে 

        স্প্রে করতে হবে।


বিকাশ বিশ্বাস 

মার্কেট প্রোডাক্ট প্রমোশন অফিসার,সুইট এগ্রোভেট লিমিটেড 


কৃষি বিষয়ক সময়োচিত পরামর্শমূলক তথ্য পেতে Krishi With Bikash আইডি অনুসরণ করুন।


#মরিচ #চাষ #পদ্ধতি #biopesticides #AgricultureTips

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ